ফায়ার টিউব এবং ওয়াটার টিউব বয়লারের পার্থক্য?

 

এই লেসনে আমরা আলোচনা করব ফায়ার টিউব এবং ওয়াটার টিউব বয়লারের পার্থক্য নিয়ে। সাধারনত এই দুই ধরনের বয়লার ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ার জেনারেশনে ব্যবহার করা হয়।

SL

ফায়ার টিউব

ওয়াটার টিউব

1

ফায়ার টিউব বয়লারে আগুন বয়লারের টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং পানি টিউবের চারপাশে প্রবাহিত হয়।

ওয়াটার টিউব বয়লারে আগুন টিউবের চারপাশদিয়ে প্রবাহিত হয় এবং পানি টিউবের মধ্যে থাকে।

2

ফায়ার টিউব বয়লার সাধারনত লো প্রেসার এবং মিডিয়াম প্রেসারের হয়।

ওয়াটার টিউবে বয়লার সাধারনত হাই প্রেসারের হয়ে থাকে।

3

বয়লারের প্রেসার রেঞ্জ ২০-২৫ বার এর মধ্যে এবং মিডিয়াম প্রেসার বয়লার প্রেসার রেঞ্জ ২৫-২৮ বার এর মধ্যে।

এই ধরনের বয়লারের প্রেসার ৮০ বার এর উপরে।

4

ফায়ার টিউব বয়লারের স্টিম প্রডাকশন রেট ওয়াটার টিউবের চেয়ে কম।

ওয়াটার টিউব বয়লার প্রতি ঘন্টায় ৩০০০ কেজি/ঘন্টায় অথবা তার বেশি স্টিম উৎপাদন করতে পারে।

5

এটাকে অভ্যান্তরীন ফায়ারড বয়লার বলা হয়।

এটাকে বহিরংশ (Externally) ফায়ার্ড বয়লার বলে।

6

অনেক বেশি ইন্সটল্যাশনের জায়গা দরকার এই বয়লারের জন্য।

কম ইন্সটল্যাশন জায়গা দরকার এই বয়লারের জন্য।

7

কম দক্ষ অপারেটর এই বয়লার চালাতে পারে।

বেশি দক্ষ অপারেটরের প্রয়োজন।

8

পরিস্কার এবং রিপিয়ার করা বেশ কঠিন।

পরিস্কার এবং রিপিয়ার করা বেশ সহজ।

9

ফায়ার টিউবের কন্সট্রাকশন বেশ কঠিন।

ওয়াটার টিবের কন্সট্রাকশন বেশ সহজ।

10

ফায়ার টিউব বয়লারের দক্ষতা ওয়াটার টিউবের দক্ষতার তুলনায় কম।

ওয়াটার টিউব বয়লারের দক্ষতা খুব ভাল।

11

মেইনটন্যান্স খরচ বেশি এবং দৈনিক ইন্সপেকশনের প্রয়োজন পরে।

তুলনামুলক মেইন্টেন্যন্স খরচ কম।

12

ট্রান্সপোর্ট এবং ইরেকশন বেশ কঠিন।

ট্রান্সপোর্ট এবং ইরেকশন বেশ সহজ।

13

ওয়াটার সার্কুলেশন খুব একটা ভাল না।

ওয়াটার সার্কুলেশন ভাল।

14

অপারেটিং খরচ কম

অপারেটিং খরচ বেশি

15

ফায়ার টিউব বয়লার অল্প ওজনের হয়।

ওয়াটার টিউব বয়লার সাধারনত ভাড়ী হয়।

16

সাধারনত ছোট পাওয়ার প্লান্টে ব্যবহার হয়।

সাধারনত বড় পাওয়ার প্লান্টে ব্যবহার হয়।

17

উদাহরন স্বরুপঃ লোকোমোটিভ বয়লার, ল্যাংকাশির এবং কোকরান বয়লার।

উদাহরন স্বরুপঃ বেনসন বয়লার, উইলকক্স বয়লার, বেবকক বয়লার।


Fire tube and water tube boiler supplier in Bangladesh: 

For any kind fire tube and water tube boiler supplier please contact us
Airandhydraulic Engineering 
Newmarket, Beside IFIC Bank-4th Floor 
Whats app: +8801719360735
Mail: moenuddin87@gmail.com
Fire tube vs water tube 

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads