ওয়েল্ডিং মেশিন কি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস? ওয়েল্ডিং মেশিন কত প্রকার ও কি কি?

Welding machine supplier in bangladesh

👉

 
ওয়েল্ডিং মেশিন সাপ্লাইয়ার বাংলাদেশ (Welding machine supplier in bangladesh)
ওয়েল্ডিং মেশিনঃ দুই খন্ড ধাতুকে উত্তাপের সাহায্যে গলিত বা অর্ধগলিত অবস্থায় এনে চাপে বা বিনা চাপে স্থায়ীভাবে জোড়া দেওয়ার প্রনালীকে ওয়েল্ডিং বলে।

ইতিহাসঃ 1920 সালে, জেনারেল ইলেকট্রিকের পিও নোবেল স্বয়ংক্রিয় ঢালাই আবিষ্কার করেন; আর্ক ভোল্টেজের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে একটি তারের ইলেক্ট্রোড খাওয়ানোর প্রথম প্রক্রিয়া এবং পরবর্তীতে এমআইজি ওয়েল্ডিং হয়ে যাওয়ার ভিত্তি।

ওয়েল্ডিং মেশিনের প্রকারভেদ

ইহাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ

() ফিউশন ওয়েল্ডিং।

() নন ফিউশন ওয়েল্ডিং।

ফিউশন ওয়েল্ডিং আবার দুই প্রকার।

.আর্ক ওয়েল্ডিং।

.গ্যাস ওয়েল্ডিং।

নন ফিউশন ওয়েল্ডিং আবার দুই প্রকার।

.ফোর্জ ওয়েল্ডিং।

.রেজিষ্টেন্স ওয়েল্ডিং।

ওয়েল্ডিং মেশিনের কম্পনেন্ট এর কাজ এবং এর বর্ননা

.হোল্ডারঃ এটি ইলেকট্রডকে ধরে রাখে

.পাওয়ার হুইলঃ পাওয়ার হুইল এর কাজ হলো ওয়েল্ডিং এর পাওয়ার ছাপলাই কমানো বাড়ানোর কাজে ব্যাবহার করা হয়।

.টন্সফারমাঃ এর কাজ হলো ভোল্টেজ নিয়ন্তন করা।

.আরথিংঃ নেগেটিব পজেটিব ওয়ারকে মিলিত করে আর্ক তৈরি করে।

ওয়েল্ডিং মেশিনে সাধারন সমস্য এবং সমাধানের উপায়

  • হোল্ডার নষ্ট হয়ে যাই।
  • মেশিনের ভিতরে ফেন নষ্ট হয়ে যাই।
  • টান্সফামা নষ্ট হতে পারে।
  • আরথিং লাইন নষ্ট হতে পারে বা ছিড়ে যেতে পারে।

ওয়েল্ডিং মেশিন দিয়ে যে  ধরনের কাজ করা যায়

ওয়েল্ডিং মেশিনে সাধারনতো বিভিন্ন পজিশনে ওয়েল্ডিং করা হয়।

যেমনঃ

  • আনুভূমিক।
  • উলম্ব ভাবে।
  • ওভার হেড।
  • ঝোঁক ভাবে।
  • সমতল।

ওয়েল্ডিং মেশিন কি_ওয়েল্ডিং মেশিন কোথায় পাওয়া যায়_ওয়েল্ডিং মেশিন সাপলাইয়ার বাংলদেশ_ওয়েল্ডিং মেশিনের দাম_ওয়েল্ডিং মেশিনের প্রকারভেদ_ওয়েল্ডিং মেশিনের কাজ_ওয়েল্ডিং মেশিনের সুবিধা 

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads