বয়লারে ইলেক্ট্রিক্যাল সেফটিগুলো কি কি?
উত্তরঃ
উত্তরঃ বয়লার পাইলাই ফায়ার কিংবা স্লো ফায়ার এর পুর্বে বয়লার চালিয়ে বয়লারের ভিতরে জমাকৃত জ্বালানি বের করে দেয়াকে প্রি পার্জ বলে।
পোস্ট পার্জ বলতে কি বুঝায়?
উত্তরঃ বয়লার বন্ধ হওয়ার পর যেই সময়টুকু ব্লোয়ার ফ্যান চালু থাকে তাকে পোস্ট পার্জ বলে।
বয়লারের দুর্ঘটনা প্রতিরোধে বাৎসরিক কারন সমূহ?
উত্তর ১০: ১, ১০ ভাগ বাতাসের সাথে ১ ভাগ গ্যাস।
বয়লার চালু থাকা অবস্থায় কোন কোন পার্টিসের উপব সর্বদা নজর বাখতে হবে?
উত্তরঃ গেজ গ্লাস, স্টিম প্রেশার গেজ.ফিড ওয়াটার পাম্প,চিমনি টেম্পেরেচার। এছাড়া পুরো বয়লারের প্রতি সার্বক্ষনিক সজাগ দৃষ্টি রাখা উচিৎ।
তেলের বয়লারে গাঁদ পডার কারন কি?
উত্তরঃ
ফিউজিবল প্লাগের কাজ কি?
উত্তরঃ বয়লারে পানির লেভেল অতিরিক্ত কমে গেলে এটি লিকেজ হয়ে স্টিম রের করে ফার্নেসের আগুনকে নিভিয়ে দেয়া এবং বয়লারকে দূর্ঘটিনার হাত থেকে রক্ষা করা।
সলিড ফুয়েল/বয়লারে ফুয়েল কোথায় পোড়ানো হয়?এবং কেন?
উত্তরঃ Incenerator (ইনসিনিরেটির) অথবা চেইন গ্রেট কনভেয়ার বেল্ট এর উপর। যেন ছাই নিষ্কাশলে সুবিধা হয়।
নিজ নিজ বয়লারের বর্ণনা দাও?
নিজ বয়লারের ক্যাপাসিটি,ওয়ার্কিং প্রেশার,গ্যাস ফায়ার,ওয়েল ফায়ার নাকি জুট বয়লার। এসব বিবরণ লিখতে হবে।
হিটিং সারফেস বলতে কি বুঝায়?
উত্তরঃ বয়লারের যে সকল অংশ তাপের সংস্পর্শে থাকে এবং উক্ত তাপ পানিতে স্থানান্তরিত হয়
সেসব অংশকে হিটিং সারফেস বলে।
TDS নিয়ন্ত্রণের উপায়গুলো লিখুন?
উত্তরঃ নিয়মিত ব্লু ডাউন এবং পরিশোধিত পানি ব্যবহারের মাধ্যমে TDS নিয়ন্ত্রণ করা সম্ভব।
লগবুক সংরক্ষণের প্রয়োজনীয়তা কি?
উত্তরঃ লগবুকে বয়লারের PH, TDS, Hardness, Steam temperature, সহ যাবতীয় তথ্য রেকর্ড করা থাকে এবং এটি বিশ্লেষণ করে বয়লার রক্ষণাবেক্ষণ ও পরবতী দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
ব্যাক ফায়ার কি? এবং কেন হয়?
উত্তরঃ আগুন ফার্নেস এর বিপরীত দিকে আসাকে ব্যাক ফায়ার বলে। অনেক কারনে ব্যাক ফায়ার হয়।যেমনঃ বয়লার চালুর পূর্বে ফার্নেসে জ্বালানি জমা থাকলে, এয়ার-ফুয়েল কম্বিনেশন ঠিক না থাকলে, টিউরে অতিরিক্ত কার্বন জমলে।
বয়লার চালুর পূর্বে করণীয় কি কি?
প্রথমে দেখতে হবে পানির লেভেল ঠিক আছে কিনা। গেজ গ্লাস ভালোভারে পরিক্ষা করতে হবে।
তারপর এয়ার কর্ক খুলে দিতে হবে।গ্যাস প্রেশার ঠিক আছে কিনা দেখতে হবে।সকল সেফটি ডিভাইস পরিক্ষা করতে হবে। সকল ইলেক্ত্রিক সংযোগ ঠিক আছে কিনা দেখতে হবে। ফিড ট্যাংকে পানির হার্ডনেস ঠিক আছে কিনা দেখতে হবে।
হিটি ট্রিটমেন্ট কি?
উত্তরঃ বয়লার শেল এবং টিউবের তাপ সহ্য ক্ষমতা ও তঙ্গুরতার পরিক্ষাকে হিট ট্রিটমেন্ট বলে।
ফটোসেল এর কাজ কি?
বয়লারের আগুনের অবস্থা পর্যরেক্ষণ করা। লো ফায়ার থেকে মেইন ফায়ারে নিয়ে যাওয়া।
আগুনকে ধরে রাখা।
মডুলেশন মটর এর কাজ কি?
উত্তরঃ মডুলেশন মটর দারা এয়ার ড্যাম্পার এবং গ্যস বাটারফ্লাই ভাল্বকে নিয়ন্ত্রন করা হয়।
উত্তরঃ
- ওয়াটার লেভেল কন্ট্রোলার
- প্রেশার লিমিট সুইচ
- ফটোসেল
- এয়ার প্রেশার সুইচ
- গ্যাস প্রেশার সুইচ
- সলিনয়েড ভালব
- চিমনি টেম্পেরেচার সেন্সর (ইত্যাদি)
উত্তরঃ বয়লার পাইলাই ফায়ার কিংবা স্লো ফায়ার এর পুর্বে বয়লার চালিয়ে বয়লারের ভিতরে জমাকৃত জ্বালানি বের করে দেয়াকে প্রি পার্জ বলে।
পোস্ট পার্জ বলতে কি বুঝায়?
উত্তরঃ বয়লার বন্ধ হওয়ার পর যেই সময়টুকু ব্লোয়ার ফ্যান চালু থাকে তাকে পোস্ট পার্জ বলে।
বয়লারের দুর্ঘটনা প্রতিরোধে বাৎসরিক কারন সমূহ?
- জ্বলীয় চাপে হাইড্রোলিক টেস্ট করা
- ডিস্কেলিং এর মাধ্যেমে বয়লার স্কেল মুক্ত করা
- সকল গ্যাসকেট পরিবর্ত
- সকল সেফটি ডিভাইস চেক
- হিট রেফ্যাক্টরী চেক
- সেফটি ভাল্ব মেরামত প্রয়োজনে পরিবর্তন করা।
উত্তর ১০: ১, ১০ ভাগ বাতাসের সাথে ১ ভাগ গ্যাস।
বয়লার চালু থাকা অবস্থায় কোন কোন পার্টিসের উপব সর্বদা নজর বাখতে হবে?
উত্তরঃ গেজ গ্লাস, স্টিম প্রেশার গেজ.ফিড ওয়াটার পাম্প,চিমনি টেম্পেরেচার। এছাড়া পুরো বয়লারের প্রতি সার্বক্ষনিক সজাগ দৃষ্টি রাখা উচিৎ।
তেলের বয়লারে গাঁদ পডার কারন কি?
উত্তরঃ
- তেলের টেম্পারেচার কম হলে।
- তেলের প্রেশার বেশি হলে।
- নজেলে ময়লা জনলে।
- এয়ার ফুয়েল রেশিও ঠিক না থাকলে
- তেলের ফিল্টারে ময়লা হলে।
ফিউজিবল প্লাগের কাজ কি?
উত্তরঃ বয়লারে পানির লেভেল অতিরিক্ত কমে গেলে এটি লিকেজ হয়ে স্টিম রের করে ফার্নেসের আগুনকে নিভিয়ে দেয়া এবং বয়লারকে দূর্ঘটিনার হাত থেকে রক্ষা করা।
সলিড ফুয়েল/বয়লারে ফুয়েল কোথায় পোড়ানো হয়?এবং কেন?
উত্তরঃ Incenerator (ইনসিনিরেটির) অথবা চেইন গ্রেট কনভেয়ার বেল্ট এর উপর। যেন ছাই নিষ্কাশলে সুবিধা হয়।
নিজ নিজ বয়লারের বর্ণনা দাও?
নিজ বয়লারের ক্যাপাসিটি,ওয়ার্কিং প্রেশার,গ্যাস ফায়ার,ওয়েল ফায়ার নাকি জুট বয়লার। এসব বিবরণ লিখতে হবে।
হিটিং সারফেস বলতে কি বুঝায়?
উত্তরঃ বয়লারের যে সকল অংশ তাপের সংস্পর্শে থাকে এবং উক্ত তাপ পানিতে স্থানান্তরিত হয়
সেসব অংশকে হিটিং সারফেস বলে।
TDS নিয়ন্ত্রণের উপায়গুলো লিখুন?
উত্তরঃ নিয়মিত ব্লু ডাউন এবং পরিশোধিত পানি ব্যবহারের মাধ্যমে TDS নিয়ন্ত্রণ করা সম্ভব।
লগবুক সংরক্ষণের প্রয়োজনীয়তা কি?
উত্তরঃ লগবুকে বয়লারের PH, TDS, Hardness, Steam temperature, সহ যাবতীয় তথ্য রেকর্ড করা থাকে এবং এটি বিশ্লেষণ করে বয়লার রক্ষণাবেক্ষণ ও পরবতী দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
ব্যাক ফায়ার কি? এবং কেন হয়?
উত্তরঃ আগুন ফার্নেস এর বিপরীত দিকে আসাকে ব্যাক ফায়ার বলে। অনেক কারনে ব্যাক ফায়ার হয়।যেমনঃ বয়লার চালুর পূর্বে ফার্নেসে জ্বালানি জমা থাকলে, এয়ার-ফুয়েল কম্বিনেশন ঠিক না থাকলে, টিউরে অতিরিক্ত কার্বন জমলে।
বয়লার চালুর পূর্বে করণীয় কি কি?
প্রথমে দেখতে হবে পানির লেভেল ঠিক আছে কিনা। গেজ গ্লাস ভালোভারে পরিক্ষা করতে হবে।
তারপর এয়ার কর্ক খুলে দিতে হবে।গ্যাস প্রেশার ঠিক আছে কিনা দেখতে হবে।সকল সেফটি ডিভাইস পরিক্ষা করতে হবে। সকল ইলেক্ত্রিক সংযোগ ঠিক আছে কিনা দেখতে হবে। ফিড ট্যাংকে পানির হার্ডনেস ঠিক আছে কিনা দেখতে হবে।
হিটি ট্রিটমেন্ট কি?
উত্তরঃ বয়লার শেল এবং টিউবের তাপ সহ্য ক্ষমতা ও তঙ্গুরতার পরিক্ষাকে হিট ট্রিটমেন্ট বলে।
ফটোসেল এর কাজ কি?
বয়লারের আগুনের অবস্থা পর্যরেক্ষণ করা। লো ফায়ার থেকে মেইন ফায়ারে নিয়ে যাওয়া।
আগুনকে ধরে রাখা।
মডুলেশন মটর এর কাজ কি?
উত্তরঃ মডুলেশন মটর দারা এয়ার ড্যাম্পার এবং গ্যস বাটারফ্লাই ভাল্বকে নিয়ন্ত্রন করা হয়।
ক্যারিওভার বলতে কি বুঝায়?
উত্তরঃ স্টিমের সাথে জলকণা উঠে যাওয়াকে ক্যারিওভার বলে।
TDS এবং PPM এর অর্থ কি?
T= Total dissolve solid
PPM = Parts per Million
PH স্কেল কি?
উত্তরঃ PH স্কেল হলো অম্লীয় ও ক্ষারীয় নির্ণয়ক স্কেল যা ০ থেকে ১৪ পর্যন্ত |স্ট্যান্ডার্ড মান ৭ এবং এর কম হলে এসিডিয় এবং বেশি হলে ক্ষারীয় বুঝায়।
ডাউনকামার এবং রাইসার কি?
উত্তরঃ ওয়াটার টিউব বয়লারে যেই পাইপ দিয়ে পানি স্টিমড্রাম থেকে মাডড্রামে আসে তাকে
ডাউনকামার বলে। যেই পাইপ দিয়ে মাডড্রাম থেকে গরম পানি+স্টিমড্রামে যায় তাকে রাইজার টিউব বলে।
উত্তরঃ স্টিমের সাথে জলকণা উঠে যাওয়াকে ক্যারিওভার বলে।
TDS এবং PPM এর অর্থ কি?
T= Total dissolve solid
PPM = Parts per Million
PH স্কেল কি?
উত্তরঃ PH স্কেল হলো অম্লীয় ও ক্ষারীয় নির্ণয়ক স্কেল যা ০ থেকে ১৪ পর্যন্ত |স্ট্যান্ডার্ড মান ৭ এবং এর কম হলে এসিডিয় এবং বেশি হলে ক্ষারীয় বুঝায়।
ডাউনকামার এবং রাইসার কি?
উত্তরঃ ওয়াটার টিউব বয়লারে যেই পাইপ দিয়ে পানি স্টিমড্রাম থেকে মাডড্রামে আসে তাকে
ডাউনকামার বলে। যেই পাইপ দিয়ে মাডড্রাম থেকে গরম পানি+স্টিমড্রামে যায় তাকে রাইজার টিউব বলে।
Post a Comment