Types of hydraulic cylinder
বন্ধুরা আজকে আমরা হাইড্রোলিক সিলিনন্ডারের ইতিহাস এবং হাইড্রোলিক সিলিন্ডারের
প্রকারভেদ নিয়ে আলোচনা করব (Types of hydraulic cylinder) । যারা ইঞ্জিনিয়ারিং
সেক্টরে কাজ করছেন বা পড়াশোনা করছেন তারা অবশ্যই হাড্রোলিক সিলিন্ডার সম্পর্কে জেনে
থাকবেন। Types of hydraulic cylinder
হাইড্রোলিক সিলিন্ডার প্রকৌশল জগতে একটি সত্যিকারের বিস্ময় এবং বর্তমান বিশ্বকে
অনেক সহজতর করে দিয়েছে। আমরা আজকে হাইড্রোলিক সিলিন্ডারের উৎস এবং বিভিন্ন ধরনের
হাইড্রোলিক সিলিন্ডার নিয়ে আলোচনা করব।
হাইড্রোলিক সিলিন্ডারের প্রকারভেদ/ Types of hydraulic cylinder
হাইড্রোলিক সিলিন্ডারের প্রথম ধারনার উতপত্তি করেন ফ্রান্সের গনিতবীদ Blaise Pascal । তিনি 1647 থেকে 1648 সালের পর্যন্ত তরল, চাপ এবং ভ্যাকুয়াম অধ্যয়ন করেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন যে তরল পদার্থ বাতাসের মতো সংকুচিত হয় না। একটি আয়তনের তরলের উপর চাপ দেওয়া হয় , তাহলে সেই চাপটি সব দিকে সমান পরিমাপে চাপ প্রয়োগ করে। এইভাবেই প্যাস্কেলের সুত্রের আবিস্কার হয়েছিল। কিন্তু এই সুত্রের কার্যকরী প্রয়োগ আরো ১৪০ বৎসর পরে শুরু হয়েছিল। হাইড্রোলিক সিলিন্ডারের প্রকারভেদ/ Types of hydraulic cylinder
1795 সালে, জোসেফ ব্রামাহ ইংল্যান্ডে প্রথম হাইড্রোলিক প্রেস তৈরি এবং বাস্তবায়িত করেন। এটা অটোমেশন প্রকিয়ায় এবং ইন্ডাস্ট্রিয়াল এ এর ব্যপক ব্যবহারের সারা ফেলে। প্রথমে সিলিন্ডারে তরল পদার্থ হিসেবে পানি ব্যবহার করা হয়েছিল । কিন্তু পরবর্তিতে তেল ব্যবহার করা হয়েছিল কারন এটি পানির চেয়ে কার্যকরী ছিল এবং বড় ধরনের চাপ এবং লোড পরিচালনা করতে সক্ষম।
৭ প্রকারের সিলিন্ডারের আলোচনা স্বরুপঃ হাইড্রোলিক সিলিন্ডারের প্রকারভেদ/ Types of hydraulic cylinder
ইন্ডাস্ট্রিজ এবং ব্যবহারের প্রয়োগের উপর ভিত্তি করে সিলিন্ডারের প্রকারভেদ করা হয়। সিলিন্ডারের প্রকারভেদের জন্য যে পার্থক্যগুলো স্বাধারনত থাকে তা হলঃ
হাইড্রোলিক সিলিন্ডারের প্রথম ধারনার উতপত্তি করেন ফ্রান্সের গনিতবীদ Blaise Pascal । তিনি 1647 থেকে 1648 সালের পর্যন্ত তরল, চাপ এবং ভ্যাকুয়াম অধ্যয়ন করেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন যে তরল পদার্থ বাতাসের মতো সংকুচিত হয় না। একটি আয়তনের তরলের উপর চাপ দেওয়া হয় , তাহলে সেই চাপটি সব দিকে সমান পরিমাপে চাপ প্রয়োগ করে। এইভাবেই প্যাস্কেলের সুত্রের আবিস্কার হয়েছিল। কিন্তু এই সুত্রের কার্যকরী প্রয়োগ আরো ১৪০ বৎসর পরে শুরু হয়েছিল। হাইড্রোলিক সিলিন্ডারের প্রকারভেদ/ Types of hydraulic cylinder
1795 সালে, জোসেফ ব্রামাহ ইংল্যান্ডে প্রথম হাইড্রোলিক প্রেস তৈরি এবং বাস্তবায়িত করেন। এটা অটোমেশন প্রকিয়ায় এবং ইন্ডাস্ট্রিয়াল এ এর ব্যপক ব্যবহারের সারা ফেলে। প্রথমে সিলিন্ডারে তরল পদার্থ হিসেবে পানি ব্যবহার করা হয়েছিল । কিন্তু পরবর্তিতে তেল ব্যবহার করা হয়েছিল কারন এটি পানির চেয়ে কার্যকরী ছিল এবং বড় ধরনের চাপ এবং লোড পরিচালনা করতে সক্ষম।
৭ প্রকারের সিলিন্ডারের আলোচনা স্বরুপঃ হাইড্রোলিক সিলিন্ডারের প্রকারভেদ/ Types of hydraulic cylinder
ইন্ডাস্ট্রিজ এবং ব্যবহারের প্রয়োগের উপর ভিত্তি করে সিলিন্ডারের প্রকারভেদ করা হয়। সিলিন্ডারের প্রকারভেদের জন্য যে পার্থক্যগুলো স্বাধারনত থাকে তা হলঃ
- টিউব থিকনেস অথবা ইন্ড ক্যপ এর উপর
- ইন্ড ক্যপ এর মাউন্টিং এর ধরন অনুযায়ী
- ম্যাটেরিয়াল ব্যবহারের উপর ভিত্তি করে
- অপারেটিং প্রেসার এর উপর ভিত্তি করে
- তাপমাত্রার উপর ভিত্তি করে।
1. TIPPER CYLINDER
সাইড ট্রিপার অথবা স্লপিং ট্রাক সিলিন্ডার Tripper cylinder হিসেবে পরিচিত। সিলিন্ডার গুলো দেখতে অনেকটা রেডিও এন্টেনার মত দেখতে। এই সিলিন্ডারগুলো সাধারনত ট্রান্সপর্টেশন ইন্ডাস্ট্রিতে ড্রাম ট্রাক এবং এক্সকেভেটর ভেহিকেল গুলোতে ব্যবহার করা হয়।
Post a Comment