ইঞ্জিন সম্পর্কিৎ গুরুত্তপুর্ন কিছু প্রশ্ন এবং উত্তর সমূহ । আজি জেনে নিন



ইঞ্জিন নিয়ে প্রশ্ন ও উত্তর

১। ইঞ্জিন কাকে বলে?

ইঞ্জিন বলতে একটি সয়ংক্রিয় যন্ত্র কে বুঝায়। যাহা জ্বালানি দহনের মাধ্যমে তাপ শক্তিকে ব্যাবহার করে নিজে চলে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মাধ্যেমে অন্যান্য যন্ত্রাদি কে চালায় তাকেই ইঞ্জিন বলে।

২। ইঞ্জিন কত প্রকার কি কি?

A)
আই সি ইঞ্জিন (অন্তর্দহ ইঞ্জিন)
যে ইঞ্জিনের সিলিন্ডারের দহন প্রকোষ্ঠে বা অন্তর্দেশে বাতাস এবং জ্বালানির সংমিশ্রনে দহন ঘটিয়ে শক্তি উৎপাদন করে তাকে অন্তর্দহ ইঞ্জিন বলে।
B) ই সি ইঞ্জিন (বহির্দহ ইঞ্জিন)

আই সি ইঞ্জিনের প্রকারভেদ

জ্বালানি অনুসারে আই সি ৩ প্রকার
A) পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন
B) ডিজেল ইঞ্জিন
C) গ্যাস ইঞ্জিন
প্রজ্জলন অনুসারে ২ প্রকারের হয়ে থাকে
A) স্পার্ক ইগনেশন
B) কমপ্রেশন ইগনেশন
স্ট্রোক এর সংখ্যা এর উপর ২ প্রকারের হয়ে থাকে
A) দুই স্ট্রোক
B) চার স্ট্রোক
ভালভ এর অবস্থান অনুসারে ৪ প্রকারের হয়ে থাকে
A) L Head বা সাইড ভালভ ইঞ্জিন
B) I-Head বা ইনলাইন ভালভ ইঞ্জিন
C) F-Head ইঞ্জিন
D) T-Head ইঞ্জিন

সংক্ষেপে LIFT বলা হয়ে থাকে।

সিলিন্ডারের সংখ্যা অনুযায়ী নিম্ন লিখিত ভাগে ভাগে করা হয়

A) এক সিলিন্ডার ইঞ্জিন
B) দুই সিলিন্ডার ইঞ্জিন
C) তিন সিলিন্ডার ইঞ্জিন
D) চার সিলিন্ডার ইঞ্জিন
E) ছয় সিলিন্ডার ইঞ্জিন
F) আট সিলিন্ডার ইঞ্জিন
প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার সংখ্য এর চেয়েও বেশি হতে পারে।

কুলিং সিস্টেমের ধরন অনুযায়ী ইঞ্জিন দুই ধরনের হয়ে থাকে

A) এয়ার কুলিং ইঞ্জিন
B) ওয়াটার কুলিং ইঞ্জিন

সিলিন্ডার এবং বিন্যাশ অনুযায়ী একটি ইঞ্জিন কে নিম্ন লিখিতভাবে ভাগে ভাগ করা হয়

A) ইনলাইন ইঞ্জিন
B) ভি-টাইপ ইঞ্জিন
C) রেডিয়েল টাইপ ইঞ্জিন
D) অপজাড সিলিন্ডার ইঞ্জিন
E) রেডিয়াল সিলিন্ডার ইঞ্জিন

৩।ডিজেল ইঞ্জিন কি?

এই টাইপের ইঞ্জিন হাই কম্প্রেশন-ইগনিশন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন৷ সিলিন্ডারের মধ্যে শুধু বাতাসকে কম্প্রেশন করে অত্যাধিক উত্তাপ সৃষ্টি করে থাকে ৷ হাই স্পীডে ডিজেল ফুয়েলকে জ্বালিয়ে তাপ শক্তি উৎপন্ন করে থাকে। ডঃ রুডলফ ডিজেল এই ইঞ্জিন আবিস্কার করেন।

৪। পেট্রোল ইঞ্জিন কি?



যে ইঞ্জিনে পেট্রোলকে ফুয়েল হিসেবে ব্যবহার ক এ শক্তি উৎপাদন করা হয় তাকে পেট্রোল ইঞ্জিন বলে।

০৫। ইঞ্জিন ইফিসিয়েন্সি বলতে কি বুজায়?

ইঞ্জিনের ইফিসিয়েন্সি বলতে ইঞ্জিনের কজের দক্ষতা বুঝায়।কাজের দক্ষতা শব্দের অর্থ প্রয়োগকৃত কাজ এবং উহা হতে প্রাপ্ত কাজের মধ্যে সম্পর্ক বা অনুপাতকে বুঝায় । ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিন থেকে যে পরিমান কাজ পাওয়া যায়(BHP) এবং ইঞ্জিন যে পরিমান কাজ সরবরাহ করে এই দুইয়ের অনুপাতকে ইঞ্জিন ইফিসিয়েন্সি বলে৷

০৬। ইঞ্জিনের পাওয়ার কি?

একক সময়ে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যান্তরে উৎপাদিত কাজকে ক্ষমতা বলা হয়৷আবার কাজ করার হারকেও ক্ষমতা বলে৷ক্ষমতার একক ওয়াট৷ইঞ্জিনের ক্ষমতা নির্ভর করে টর্কের উপর।

৭। সাইকেল বলতে কী বোঝায়?

ক্রাঙ্কশ্যাফট ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে পর পর যে কার্য সম্পাদন করে তাকে Cycle বলা হয়।

৮। ট্যাপেট ক্লিয়ারেন্স কেন রাখা হয়?

ইঞ্জিন চলাকালীন তাপে বর্ধিত Valve Stem এর জন্য বাড়তি জায়গার প্রয়োজন হয় সেকারনেই এই ক্লিয়ারেন্স রাখা হয়।

৯। ট্যাপেট ক্লিয়ারেন্স বলতে কী বোঝায়?

Valve Tip ও Rocker Tip এর মধ্যবর্তী ফাঁকা স্থানকে Tappet Clearance বলা হয়।

১০। প্রাইমিং কাকে বলে?

ইঞ্জিন চালানোর পুর্বে উহার বিভিন্ন যন্ত্রাংশকে বিয়ারিং, ভাল্ব মেকানিজম এবং লুব্রিকেশন করার পদ্ধতিকে প্রাইমিং বলা হয়। এতে মুভিং যন্ত্রাংশগুলোর স্টিকি ও ঘর্ষণজনিত ক্ষয়রোধ হয়।

১১। পইঞ্জিনের কানেকটিং রডের কাজ কি?

কানেকটিং রড রেসিপ্রকেটিং মোশনকে ক্র্যাঙ্কশ্যাফট এর রোটারী মোশন এ রুপান্তরিত করে এবং কম্বাশন চেম্বার এ উৎপাদিৎ শক্তি ইহার মাধ্যেমে ক্র্যাঙ্কশ্যফট এ স্থানান্তরিত হয়

১২। লুব অয়েল সিস্টেমের কয়েকটি উদ্দেশ্য লেখ।
  • লুব্রিক্যাটিং
  • কুলিং
  • ক্লিনিং
  • সিলিং এবং নয়েজ রিডিউসিং।
Our facebook group

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads