নিয়মিত রক্ষনাবেক্ষন করলে যেমন আপনার গাড়ি ভাল থাকে তেমনি আপনার গাড়ির দক্ষতা বৃদ্ধি পায়। আপনি হয়ত জানেন যে প্রত্যেক ছোট খাট সমস্যর জন্য সবসময় মেকারের কাছে যাওয়া সম্ভব হয় না বা সম্ভব হলেও মেইন্টেন্যস খরচটা তুলনামুলক বেড়ে যায়। আবার এসব ছোটখাট সমস্য থেকে অনেক সময় বড় ধরনের সমস্য হতে পারে। বেসিক মেইনটেন্যান্স এর জন্য আপনাকে যে সব বিষয় দেখতে হবে তা হল ওয়েল লেভেল চেক, কুল্যন্ট লেভেল চেক, ফিল্টার পরিস্কার করা এবং ব্যটারি চেক করা।
বেসিক মেইনটেন্যন্স শুরু করতে প্রথমে আপনাকে বোনেট খুলতে হবে। তারপর একে একে কাজ গুলো করতে হবে।
ওয়েল লেভেল চেক car maintenance basic tips
ওয়েল লেভেল চেকার এর মাধ্যেম আপনি আপনার গাড়ির ইঞ্জিনের মধ্যে লুব্রিকেশন ওয়েল এর পরিমান চেক চেক দিতে পারেন। ওয়েল লেভেল চেকার একটি লম্বা স্টিক এর মত যার গায়ে দাগ কাটা থাকে অথব ইংরেজীতে High, Medium এবং Low লেখা থাকবে।
এই লম্বা স্টিকটি খুলে একটা পরিস্কার ন্যকড়া দিয়ে মুছে আবার স্টিকটি ভেতরে ঢুকিয়ে বের করে লেভেল দেখতে হবে ঠিক আছে কিনা। যদি Low থাকে তবে আবার পুনরায় কিছু ওয়েল যুক্ত করতে হবে।
এই ওয়েল লেভেল চেকার এর মাধ্যেম আপনি তেলের কোয়ালিটিও চেক দিতে পারেন। দুটি আংগুলের মধ্যে লুব ওয়েল নিয়ে একটু ঘষা দিলে এর পিচ্ছিলতা বুঝে ইঞ্জিন ওয়েল বা লুব ওয়েল চেঞ্জ করা যেতে পারে। সাধারনত ১ মাস দুই মাস পর পর চেক দিতে পারেন।
কুল্যান্ট লেভেল চেক
গাড়িতে দুইটি আলাদা জায়গাতে কুল্যান্ট ফিল করতে হয়। একটি রেডিয়েটর এর জন্য আরেকটি ইঞ্জিনের জন্য।৪৫ হাজার কিঃ মিঃ রানিং এর পর সাধারনত ইঞ্জিন কুল্যান্ট পরিবর্তন করার নিয়ম।
কুল্যান্ট ক্যাপ খুলে কুল্যান্ট লেভেল দেখে কুল্যান্ট ফিল করতে হবে প্রয়োজনমত। প্রয়োজনের অতিরিক্ত কুল্যান্ট ফিল করা যাবে না।
এয়ার ফিল্টার চেক car maintenance basic tips
যদি দেখেন এয়ার ফিল্টারে ময়লা জমে আছে তাহলে আপনাকে এয়ার ফিল্টার খুলে কম্প্রেসড এয়ার এর মাধ্যেমে পরিস্কার করে পুনরায় লাগিয়ে দিতে হবে।
পানির পরিমান চেক
ব্রেক ওয়েল চেক car maintenance basic tips
ব্যাটারি কানেকশন চেক
এয়ার কন্ডিশনার ফিল্টার চেক
এয়ার কন্ডিশনার ফিল্টার পরিস্কার করাটা আপনার গাড়ির জন্য বেশ জরুড়ী। ফিল্টারে নোংরা জমলে ঠান্ডা কম বের হতে পারে। এজন্য ফিল্টার পরিস্কার করে পুনরায় লাগিয়ে দিতে হবে।
উপরোক্ত ধাপগুলো অনুসরন করে আপনার গাড়ি মেইন্টেন্যান্স করলে আপনার যেমন বাড়তি
খরচ কমবে তেমনি গাড়ির পারফরম্যন্স বৃদ্ধি পাবে।
Post a Comment