জেনারেটর এবং অল্টারনেট উভয়ই মেকানিক্যাল যন্ত্র যা মেকানিক্যাল এনার্জিকে ইলেক্ট্রিক্যাল এনার্জিতে রুপান্তর করে। জেনারেটর অধিক বিদ্যুৎ তৈরিতে ব্যবহার হয় এবং অল্টারনেটর অটমোবাইল এ ব্যবহার করা হয় চার্জিং সিস্টেমে। জেনারেটর এবং অল্টারনেটরের পার্থক্য
নিম্নে জেনারেটর এবং অল্টারনেটরের পার্থক্য দেওয়া হলঃ
জেনরেটর এবং অল্টারনেটরের
নাম্বার | অল্টারনেটর | জেনারেটর |
১ | অল্টারনেটর মেকানিক্যাল এনার্জিকে ইলেক্ট্রিক্যাল AC এনার্জিতে রুপান্তর করে | জেনারেটর মেকানিক্যাল এনার্জিকে AC/DC ইলেক্ট্রিক্যাল এনার্জিতে রুপান্তর করে |
২ | অল্টারনেটর অল্টারনেটিং কারেন্ট তৈরি করে | জেনারেটর অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন উভয়ই তৈরি করে |
৩ | অল্টারনেটর এর দক্ষতা তুলনামূলক বেশি | জেনারেটর এর দক্ষতা তুলনামুলক কম |
৪ | অল্টারনেটর এর আউটপুট জেনারেটর এর তুলনায় বেশি | জেনারেটর এর আউটপুট অল্টারনেটর এর তুলনায় কম |
৫ | পোলারাইজেশন এর প্রয়োজন হয় না
| ইন্সটলেশনের এর পর পোলারাইজেশন এর প্রয়োজন হয় |
৬ | ম্যাগনেটিক ফিল্ড অল্টারনেটরের স্ট্যাটরের মধ্যে ঘুরে | জেনারেটরে ম্যাগনেটিক ফিল্ড ফিক্সড থাকে,আর্মেচার ওয়ান্ডিং ঘুরে |
৭ | অল্টারনেটরের আর্মেচার ফিক্সড থাকে | জেনারেটরে আর্মেচার ঘুরে |
৮ | অল্টারনেটর তার ইনপুট সাপ্লাই স্ট্যাটর থেকে নেয় | জেনারেটর থার ইনপুট সাপ্লাই নেয় রোটর থেকে |
৯ | অল্টারনেটরের আর পি এম অনেক বেশি | জেনারেটরের আর পি এম কম |
১০ | অল্টারনেটর ভোল্টেজ তৈরি করে যখন শুধু প্রয়োজন হয় | জেনারেটর সর্বদাই ভোল্টেজ তৈরি করে |
১১ | অল্টারনেটর সাধারনত ছাইজে ছোট হয় | জেনারেটর সাইজে বড় হয় এবং ইন্সটলেশনের জন্য বেশি জায়গা প্রয়োজন হয় |
১২ | অল্টারনেটর সাধারনত অটমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যাটারি চার্জ কর্তে ব্যবহার হয়। | জেনারেটর অধিক পরিমান বিদ্যুৎ তৈরি করতে ব্যবহার হয় |
নারেটর এবং অল্টারনেটরের পার
Nice post. Thank you bro
ReplyDelete🙏
DeletePost a Comment