১। কোন মডেলের ইঞ্জিনের কাজ করেন ?
উদাহরণ
হিসেবে আপনার উত্তর আমি G3516A মডেলের ইঞ্জিনের কাজ করি ।
২।
জি-৩৫১৬ পুর্নরুপ কি ?
জি হচ্ছে জেনারেটর, ৩৫ হচ্ছে সিরিয়াল
নাম্বার এবং ১৬ হচ্ছে
সিলিন্ডারের নাম্বার ।
৩।
আন্ডার ফ্রিকোয়েন্সি কি ?
জেনারেটরের
আন্ডার ফ্রিকোয়েন্সি হচ্ছে কোন ডিভাইসের নির্দিষ্ট
রেঞ্জের নিচের যখন ফ্রিকোয়েন্সি অবস্থান
করে তখন তাকে আন্ডারফ্রিকোন্সি
বলে।উদাহরণঃ 50hz ডিভাইস কিন্তু আছে 45hz এটাকে আন্ডার ফ্রিকোয়েন্সি বলা হয় ।
৪।
আন্ডার ভোল্টেজ কেনো হয় ?
CDVR সমস্যা
হলে, ফ্রিকুয়েন্সি কমে গেলে,এসব
কারণে আন্ডার
ভোল্টেজ আসে।
৫।
১০টি সেন্সরের নাম বলেন ?
Water temperature Sensor, Water pressure Sensor, Lube
Temperature Sensor, Lube oil level sensor.
Thermocouple Sensor, Pick up Sensor, Intake manifold Sensor,
Exhaust manifold Sensor, Oil pressure Sensor,
Knock sensor, Dotenation sensor.
৬।
ইঞ্জিনের ডেম্বার কোনটিকে বলা হয় ?
ইঞ্জিনের
সামনের সাইডে crankshaft এর সাথে যে
wheel ব্যবহার করা হয় সেটাকে
engine ডেম্বার বলা হয়। এটি
অস্বাভাবিক ঝাকুনি রোধ প্রটেক্ট করে
থাকে ।
৭।
গ্যাস প্রেসার কত দরকার ইঞ্জিনের ?
যদি
সবসময় 2.5 PSI থাকে তাহলে ইঞ্জিনের
ফুল লোডে চালানো যাবে,
কিন্তু এই চাপ যদি
বেশি হয় তাহলে ইঞ্জিন
লোডে ভালো কাজ করতে
পারে
৮।
কোন গ্রেডের মবিল ব্যবহার হয় ?
সাধারানত
SAE 15W 40/30 এই গ্রেডের মবিল ব্যবহার করা
হয়ে থাকে, এটি ইঞ্জিনের জন্য
ভালো । তবে
ওয়েদার অনুযায়ী।
৯।
হিট এক্সচেঞ্জারের কার্যপ্রক্রিয়া বলুন ?
মুলত হিট এক্সচেঞ্জারের প্রধান কার্যপ্রক্রিয়া হলো ইঞ্জিনের গরম পানিকে তাপ বিনিময়ের মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা । মানে ইঞ্জিনের তাপমাত্রা বেশি হলে এটি সেটা কমিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে যায়।
১০।
ইঞ্জিন রানিং,না হলে কি কি পদ্বতিতে চেস্টা করবেন?
যদি
ইঞ্জিন রানিং না হয় তাহলে Battery এর
ভোল্ট চেক করতে হবে,
গ্যাস প্রেসার চেক করতে হবে,
এয়ার ফিল্টার রানিং আওয়ার চেক করতে হবে,
এবং ফুয়েল ঠিক থাকলে ইঞ্জিন
রানিং হওয়ার কথা।
১১।
সব কিছু ঠিক আছে,কিন্তু ইঞ্জিন চালু হচ্ছে না?
- টাইমিং সেন্সরে ময়লা পরেছে।
- সেল্ফ, মোটর সমস্যা আছে।
- ব্যাটারি দুর্বল আছে।
- সুপারভাইজিং বক্সের কোন রিলে বা ফিউজ নষ্ট আছে।
- #গ্যাস সলিনয়েড এ সমস্যা আছে।
- ম্যাপ সেন্সর সমস্যা আছে।
- কোন সেন্সর এর কানেকশন লুজ আছে।
- Throttle চেক করতে হবে।
- ইমার্জেন্সি চেক করতে হবে।
১২।
অয়েল এর কাজ কি, বলেন?
চলাচল
বা মুভিং পার্টস গুলোকে, পিচ্ছিল করে রাখে। যাতে
করে কোন পার্টস ঘর্ষণজনিত
না হয়।
ঘূর্ণায়মান
যন্ত্রাংশগুলোকে পরিষ্কার রাখে বা ক্লিনিং
রাখে। চলাচলের পার্টস গুলিকে ঠাণ্ডা রাখে বা কুলিং।
প্রটেক্ট অফ ফ্রিকশন অর্থাৎ
ক্ষয় রোধ করা এগুলো
অয়েল এর কাজ।
১৩।
কি কি কেমিক্যাল ইউজ করতেন?
Wt 3901,3907,3909.
১৪।
হিট এক্সচেঞ্জার প্লেট, কি কেমিক্যাল দিয়ে ক্লিন করেছেন?
WT 3902.
১৫।ইঞ্জিন
সেলফ নিচ্ছে কিন্তু চলছে না কারণ কি, বলেন?
- Throttle জ্যাম থাকতে পারে।
- গ্যাস রেগুলেটর জ্যাম থাকতে পারে।
- ইঞ্জিন সাট অফ valve খোলে না।
- ইঞ্জিনের গ্যাস রেগুলেটর নষ্ট থাকতে পারে।
অল্টারনেটরেরA.V.R সাইড খুলে 1 নং এবং 7 নং টার্মিনাল শর্ট করে দেখতে হবে হাট অফ খোলে কিনা।
১৬।
ইঞ্জিনে কি সমস্যা থাকলে লোড ছেড়ে দিতে পারে?
- এয়ার ফিল্টার জ্যাম থাকতে পারে।
- গ্যাস প্রেসার ডাউন থাকতে পারে।
- সলিনয়েড ভালভ ড্যামেজ থাকতে পারে।
- Manifold টেম্পারেচার হাই থাকতে পারে।
- ম্যাপ সেন্সর ড্যামেজ থাকতে পারে।
- থার্মোস্ট্যাট ভালভ এর diafram লিকেজ থাকবে।
- প্রেসার রিলিফ ভালভ ড্যামেজ থাকতে পারে।
- ব্যাটারি লাইন অফ থাকতে পারে।
- সুপারভাইজার সুইচ অফ থাকতে পারে।
- অয়েল ফিল্টার জ্যাম থাকতে পারে।
- ইঞ্জিনের ভালভ ড্যামেজ থাকতে পারে।
- ইমারজেন্সি সুইচ অফ থাকতে পারে,,
- স্পার্ক প্লাগ ড্যামেজ থাকতে পারে।
- ট্রান্সফর্মার ড্যামেজ থাকতে পারে।
- Throttle ভালভ হেভি জ্যাম থাকতে পারে।
১৭।
হাউজে কেমিক্যাল কেন ইউজ করা হয়?
হাউজের
পানি কে ট্রিটমেন্ট করানো
হয়, অর্থাৎ যাতে করে কোনো
শেওলা জাতীয় পদার্থ না ধরে,
পোকামাকড়ের
হাত থেকে প্রটেক্ট করার
জন্য, ব্যবহৃত হয়, কুলিং টাওয়ার
এবং হিট এক্সচেঞ্জার প্লেট
যাতে কম ময়লা হয়।
ইঞ্জিন সম্পর্কিত প্রশ্নোত্তর_ইঞ্জিনের ভাইভা প্রশ্ন_ইঞ্জিনের টেকনিশিয়ান এর ভাইভা_ইঞ্জিন কিভবে ঠিক করব_ইঞ্জিনের কি কি সমস্য হয়
Post a Comment