চিলার কিভাবে স্টিপ বাই স্টিপ অন করবেন
- চিলার ইনলেট এবং আউটলেট ভাল্ব
- কন্ডেন্সার ইনলেট এবং আউটলেট ভাল্ব
- প্রাইমারী পাম্প ইনলেট আউটলেট ভাল্ব
- সেকেন্ডারী পাম্প যদি থাকে তবে ইনলেট আউটলেট ভাল্ব
- কুলিং টাওয়ার ইনলেট আউটলেট ভাল্ব
- তারপর কুলিং টাওয়ারের ফ্যান অন করতে হবে
- এরপর কন্ডেন্সার ওয়াটার পাম্প অন করতে হবে
- এরপর প্রাইমারী অথবা সেকেন্ডারী পাম্প স্টার্ট করতে হবে। এটা অন করতে VFD লাগানো থাকলে সেখান থেকে কমান্ড দিতে হবে।
চিলার চালু দেওয়ার পুর্বে গুরুত্তপুর্ন এবং কিছু করনীয় বিষয়
- কুলিং টাওয়ারে পর্যাপ্ত পানি আছে কিনা দেখতে হবে
- কুলিং টাওয়ারের পাম্পের আশেপাশের সকল ভাল্ব খোলা আছে কিনা দেখতে হবে
- কম্প্রেসর ওয়েল লেভেল ঠিক আছে কিনা দেখতে হবে
- গ্যাস প্রেসার (হাই/লো) ঠিক আছে কিনা দেখতে হবে
- কুলিং ট্যাংকে পর্যাপ্ত পানি আছে কিন দেখতে হবে
- চিলাররের পাম্পের আগে পরে সকল ভাল্ব খোলা আছে কিনা দেখতে হবে
- মেইন কন্ট্রোল প্যনেল বোর্ডে পাওয়ার আছে কিনা দেখতে হবে
- ভোল্টেজ ঠিক আছে কিনা দেখতে হবে
- সব ঠিক থাকলে চিলার চালু দিতে হবে।
কম্প্রেসর চালু করার পরে করনীয়
- মেশিনে কোন শব্দ হচ্ছে কিনা বোঝার চেষ্টা করতে হবে
- পাম্পের রোটেশন ঠিক আছে কিনা দেখতে হবে
- গ্যাস প্রেসার (হাই/লো) ঠিক আছে কিনা দেখতে হবে
- এম্পিয়ার ঠিক আছে কিনা দেখতে হবে
- কম্প্রেসর বন্ধ করার সময় করনীয়
- প্রথম কম্প্রেসর ৫ মিনিট কুলিং টাওয়ার বন্ধ করতে হবে
- কুলিং পাম্প বন্ধ করতে হবে
- চিল্ড ওয়াটার পাম্প বন্ধ করতে হবে
- সম্পুর্ন মেশিন বন্ধ করতে হবে
ওয়াটার কুলড চিলার সিলেকশনের কারন
- ১০% এনার্জি ইফিসিয়েন্ট এয়ার কুলড চিলারের তুলনায় ।
- সেম ক্যাপাসিটির এয়ার কুলড চিলারের চেয়ে দামে সস্তা।
- লাইফটাইম বেশি ।
- কুলিং দক্ষতা ভাল ।
- এয়ার কুলড চিলারের তুলনায় কম নয়েজি।
চিলার সম্পর্কিত কিছু ভাইভা প্রশ্ন
- আপনার কোম্পানীর চিলার কোন টাইপের?
- আপনার কোম্পানীর চিলার কোন কোম্পানীর?
- টেম্পেরেচার কত তুলতে পারে?
- আউলেট টেম্পেরেচার কত?
- এক্সেসোরিস কি কি?
- কুলিং টাওয়ার এ কোন কোন কম্পনেন্ট থাকে?
- কুলিং টাওয়ারের ফাংশন কিভাবে হয়?
- চিলার চালু হওয়ার সময় কুলিং টাওয়ারে কোনটা চালু হওয়ার দরকার?
- কুলিং টাওয়া এর হার্ডনেস কত?
- কুলিং টাওয়ারের পানির হার্ডনেস কত?
- কুলিং টাওয়ার TDS মেইন্টেইন
- ফিন্স এর ফাংশন কি
সঠিকভাবে চিলার চালু ও বন্ধের নিয়ম_কিভাবে চিলার চালু করব_চিলার অন করার সঠিক নিয়ম_চিলার কিভাবে অপারেট করতে হয়_চিলার অন অফ করার নিয়ম_চিলারের সঠিক অপারেশন_How to operate a chiller_How to run a chiller_ইন্ডাস্ট্রিয়াল চিলার চালুর নিয়ম
Post a Comment