বয়লা কি?
বয়লার হচ্ছে একটি বন্ধ ভেসেল যেটি পানিকে স্টীম বা বাস্পে পরিনত করে।
বয়লারের প্রকারভেদ
- ফায়ার টিউব
- ওয়াটার টিউব
- ইলেক্ট্রিক
প্রেসারের উপর ভিত্তি করে বয়লারের প্রকারভেদ
- লো প্রেসার বয়লার (প্রেসার ১৫ Kg/cm2 এর উপরে )
- মিডিয়াম প্রেসার বয়লার (প্রেসার ১৫-৩০ Kg/cm2)
- হাই প্রেসার বয়লার (প্রেসার ৩০ Kg/cm2 এর উপরে )
স্মোক/ফায়ার টিউব বয়লার কি?
এই ধরনের বয়লারে টিবের মধ্যে গ্যাস ফায়ারড হয় এবং পানি এর চারপাশে থাকে। তবে
এটাকে স্মোক টিউব অথবা ফায়ার টিউব বয়লার বলা হয়ে থাকে। যেমন কর্নিশ এবং
লোকোমোটিভ।
ওয়াটার টিউব বয়লার কি?
এই ধরনের বয়লারে টিবের মধ্যে পানি থাকে এবং পানি এর চারপাশে গরম গ্যাস থাকে।
তবে ওয়াটার টিউব বয়লার বলা হয়ে থাকে। যেমন লেমন্ট, বেনসন, বেবকক, উইলকক্স।
- ইলেক্ট্রিক জেনারেটিং ইকুইপমেন্টস যেমন ব্লোয়ার, পাম্প এর টার্বাইন ড্রাইভের জন্য
- HVAC এর জন্য
- বইলিং এর জন্য।
বয়লারের প্রধান সমস্য সমূহ
- ফায়ারিং হচ্ছে না
- পানিএর লেভেল কম
- কর্মদক্ষতা কমে গেছে
- ফ্লেম ফেইলার হচ্ছে
বয়লারের কিছু সমস্যর নিম্নরুপঃ
- পাইলট আলো নিভে যাওয়া
- বয়লার আওয়াজ করছে
- গরম হচ্ছে না বা গরম পানি নেই
- বয়লার লিকেজ হচ্ছে
- রেডিয়েটার ঠান্ডা হয়ে যাচ্ছে/ রেডিয়েটর সমস্য
- বয়লার কেটলিং করছে
- বয়লার থার্মোস্ট্যাটে সাড়া দিচ্ছে না
- কনডেনসেট পাইপ ফ্রোজেন হয়ে যাচ্ছে
- বয়লার প্রেসার কম
- গরম পানি থাকা সত্তেও হিটিং এ যাচ্ছে না
বয়লারের সমস্য |
সমাধান |
বয়লারের পাইলট
বার্নার না কাজ করলে বয়লার ফায়ার করবে না। |
পাইলট/ইগনিশন
বার্নারের নজেল এবং ফিল্টার পরিস্কার করতে হবে ইলেক্ট্রড
চেক দিতে হবে এবং গ্যাপ এডজাস্ট করতে হবে |
বয়লার কাজ
করবে না যদি প্রধান বার্নার না জলে। |
রোটারী কাপের
কোন সমস্য আছে কিনা তা দেখতে হবে এবং বাতাসের যাতয়াত ঠিকভাবে পরিস্কার করতে হবে। ফুয়েল এর
তেলের টেম্পেরেচার দেখতে হবে এবং এডজাস্ট করতে হবে।
|
যদি ফ্লেম
সেন্সর নোংরা হয়ে যায় তবে এটি পাইলট বার্নারে ফ্লেম এ সেন্স দিবে না এবং ফুয়েল ওয়েল
সলিনয়েড ভাল্ব এনার্জাইজড হবে না এবং বয়েলার রান হবে না। |
ফ্লেম সেন্সর
পরিস্কার করতে হবে ফুয়েল ওয়েল
সলিনয়েড ভাল্ব এর পাওয়ার সাপ্লাই চেক করতে হবে অথবা সলিনয়েড ভাল্ব ওভারহলিং করতে
হবে। |
বয়লারের দক্ষতা
কমে গেলে এর টিউবের সারফেস ময়লা যুক্ত হবে |
ওয়াটার ওয়াশ
করতে হবে এবং ধোয়াযুক্ত সাইড পরিস্কার করতে হবে। |
বয়লারের দক্ষতা
কমে যাবে যদি স্কেল জমে থাক টিউবের ভেতরে। |
টিউব পরিস্কার
করতে হবে এবং ফিড ওয়াটার ট্রিটমেন্ট করতে হবে। |
যদি কম্বাশন
কন্ট্রোল সিস্টেমে ত্রুটি থাকে তবে বয়লারের দক্ষতা কমে যায়। |
ত্রুটি খুজে
বের করে তা সমাধান করা। |
ফিড ওয়াটার
লেভেল কমে যায় ফিড পাম্পের অপর্যাপ্ত অপারেশনের জন্য |
পাম্পের ওভারহলিং
করতে হবে। |
ফিড ওয়াটার
রেগুলেটরের ভুল কার্যক্রমের জন্য বয়লার ওয়াটার লেভেল কমে যায় |
ফিড ওয়াটার
রেগুলেটরের ওভারহলিং করতে হবে। |
ফ্লেম সেন্সরের
ময়লা বা ত্রুটির কারনে ফ্লেম ফেইলর হয় |
ফ্লেম সেন্সর
পরিস্কার করতে হবে |
ফ্লেম ফেইলার
হবার আরেকটি কারন হচ্ছে ফুয়েল এর ওয়েল প্রেসার কমে যাওয়া |
ফুয়েল ওয়েল
ফিল্টার চেক দিতে হবে এবং ফিল্টার পরিস্কার করতে হবে |
ফুয়েল ওয়েলের
তাপমাত্রা চেক দিতে হবে এবং প্রয়োজনে এডজাস্ট করতে হবে। নিম্ন এটোমাইজিং এয়ার প্রেসার
ফ্লেম ফেইলারের আরেকটি কারন। |
এয়ার ডাকট
এবং পাসেজ চেক দিতে হবে। |
বয়লার কম্পনেন্টস এর ব্যবহার এবং আলোচনা I Boiler component details?
Post a Comment