৪১) রেজিস্টর কি? রেজিস্টরের প্রকারভেদ? What is resistors? Types of resistors.
উত্তর :রেজিস্টর হচ্ছে একটি দুই টিটার্মিনাল বিশিষ্ট প্যাসিভ কম্পোনেন্ট যা ইলেক্ট্রিক্যাল সার্কিট এর ইলেকট্রিক কারেন্ট ফ্লোকে কমাতে বা ,নিয়ন্ত্রন করতে ব্যাবহার করা হয়। রেজিস্টর ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে সার্কিটের কোন একটি অংশে কারেন্ট ফ্লো এবং ভোল্টেজ কমানো। রেজিস্টর ওহম এ পরিমাপ করা হয়। ওহমের সুত্রঃ R=V/I
রেজিস্টর সাধারণত দুই ধরনেরঃ ১। লিনিয়ার রেজিস্টর ২। নন-রেজিস্টর
লিনিয়ার রেজিস্টর :
Fixed resistors: যে রেজিস্টরের ভ্যলুপরিবর্তনশীল নয় সেটাই হচ্ছে ফিক্সড রেজিস্টর। বিভিন্ন প্রকার ফিক্সড রেজিস্টর নিম্মরুপঃ- Carbon composition resistors
- wire found resistors
- Thin flim resistors
- Thick flim resistors
Variable resistors: যে রেজিস্টর ইলেক্ট্রিক্যাল সার্কিটে এটা ব্যাবহার করা হয় সার্কিটের রেজিস্ট্যান্স এডজাস্ট করতে অর্থাৎ একটি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টকে কন্ট্রোল করতে ভেরিয়েবল রেজিস্টর ব্যাবহার করা হয়।
- Potentiometer
- Rheostat
- Thermistor
- Photoresistor
- Force sensitive resistor.
নন-লিনিয়ারঃ
1. Thermistor 2. Varisters 3. Photo resistors
Application of Resistor:
ইলেক্ট্রিক্যাল সার্কিটে ইলেকট্রন প্রবাহকে বাধা দেওয়ার জন্য রেজিস্টর ব্যবহৃত করা হয়। সাধারণত ইলেক্ট্রনিক সার্কিটে এক বা একাধিক কারেন্ট চলাচলের পথ থাকে এবং উক্ত পথগুলোতে বিভিন্ন ধরনের Active ও passive component থাকে। বিভিন্ন পথের কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় ভোল্টেজ প্রদান করতে ব্যবহৃত হয়।
রেজিস্টরের গায়ের রং দেখে মান নির্ণয় করার পদ্ধতিকে কালার কোড পদ্ধতি বলে।
ক্যাপাসিটর একটি প্যাসিভ ইলেকট্রনিক উপাদান এবং এটি একটি বৈদ্যুতিক ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে। ক্যাপাসিটরের প্রভাব ক্যাপাসিট্যান্স হিসাবে পরিচিত.
ক্যাপাসিটর দুইধরনের
১. শক্তি সঞ্চয়
২. ফিল্টার সার্কিট
৩. টিউনিং সার্কিট
৪. মোটর চালানো
ক্যাপাসিট্যান্স হল একটি ক্যাপাসিটরের ধাতব প্লেটে (ইলেক্ট্রোড) চার্জ সঞ্চয় করার ক্ষমতা।
Its unit is Farad F. C=Q/V(Q=CV)
ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর হচ্ছে পজেটিভ এবং নেগেটিভ পোলারিট যুক্ত একটি পোলারাইজড ক্যাপাসিটর।
Capacitor এরধর্মঃ
ক) এটি Electric charge ধারণ করে।
খ) চার্জিত ক্যাপাসিটর ব্যাটারির ন্যায় আচরণ করে।
গ) A/C কে যেতে দেয় কিন্তু DC কে করে দেয়।
ক) Electrode এর ক্ষেত্রফলের উপর
খ) Electrode গুলোর মধ্যে দূরত্বের উপর
গ) প্যারালাল Electrode সংখ্যার উপর
ঘ) Electric এর উপর।
ক্যাপাসিটর এর দুইটি প্লেট এর মাঝে যে অপরিবাহী বা ইন্সুলেটর জাতীয় বস্তু ব্যবহৃত হয়, যার মধ্যে ইলেকট্রিক এনার্জি সঞ্জিত থাকে, তাকে ডাইইলেক্ট্রিক বলে। যেমন- পেপার, মাইকা, বাতাস ইত্যাদি ডাইইলেক্ট্রিক হিসাবে ব্যবহৃত হয়।
Application of Resistor:
- Sontrol the current flow
- Adjust signal levels
- Ssed in voltage regulator
- Ssed in filter circuit
- Ssed in timing circuit
- In amplifier circuit,oscilators and digital multimeter.
৪২) ইলেক্ট্রিক্যাল সার্কিটে রেজিস্টর ব্যবহৃত হয় কেন? Why resistors are used in electrical circuits?
উত্তর :ইলেক্ট্রিক্যাল সার্কিটে ইলেকট্রন প্রবাহকে বাধা দেওয়ার জন্য রেজিস্টর ব্যবহৃত করা হয়। সাধারণত ইলেক্ট্রনিক সার্কিটে এক বা একাধিক কারেন্ট চলাচলের পথ থাকে এবং উক্ত পথগুলোতে বিভিন্ন ধরনের Active ও passive component থাকে। বিভিন্ন পথের কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় ভোল্টেজ প্রদান করতে ব্যবহৃত হয়।
৪৩) কালার কোড পদ্ধতি কি?What is the color code system?
উত্তর :রেজিস্টরের গায়ের রং দেখে মান নির্ণয় করার পদ্ধতিকে কালার কোড পদ্ধতি বলে।
৪৪) ক্যাপাসিটর কি? কত প্রকার ও কিকি? ক্যাপাসিটর ব্যবহার? What is a capacitor? How many types and what? Using capacitors?
উত্তর :ক্যাপাসিটর একটি প্যাসিভ ইলেকট্রনিক উপাদান এবং এটি একটি বৈদ্যুতিক ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে। ক্যাপাসিটরের প্রভাব ক্যাপাসিট্যান্স হিসাবে পরিচিত.
ক্যাপাসিটর দুইধরনের
- Fixed capacitor
- Variable capacitor
১. শক্তি সঞ্চয়
২. ফিল্টার সার্কিট
৩. টিউনিং সার্কিট
৪. মোটর চালানো
৪৫)ক্যপাসিট্যান্স কি? এর একক এবং সুত্র? What is capacitance? Its unit and formula?
উত্তর :ক্যাপাসিট্যান্স হল একটি ক্যাপাসিটরের ধাতব প্লেটে (ইলেক্ট্রোড) চার্জ সঞ্চয় করার ক্ষমতা।
Its unit is Farad F. C=Q/V(Q=CV)
৪৬) ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর কি? What is electrolytic capacitor?
উত্তর :ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর হচ্ছে পজেটিভ এবং নেগেটিভ পোলারিট যুক্ত একটি পোলারাইজড ক্যাপাসিটর।
Capacitor এরধর্মঃ
ক) এটি Electric charge ধারণ করে।
খ) চার্জিত ক্যাপাসিটর ব্যাটারির ন্যায় আচরণ করে।
গ) A/C কে যেতে দেয় কিন্তু DC কে করে দেয়।
৪৭) Capacitor এর capacitance কিসের উপর নির্ভর করে? What does the capacitance of the capacitor depend on?
উত্তর :ক) Electrode এর ক্ষেত্রফলের উপর
খ) Electrode গুলোর মধ্যে দূরত্বের উপর
গ) প্যারালাল Electrode সংখ্যার উপর
ঘ) Electric এর উপর।
৪৮) ডাইইলেক্ট্রিক কি? What is dyelectric
উত্তর :ক্যাপাসিটর এর দুইটি প্লেট এর মাঝে যে অপরিবাহী বা ইন্সুলেটর জাতীয় বস্তু ব্যবহৃত হয়, যার মধ্যে ইলেকট্রিক এনার্জি সঞ্জিত থাকে, তাকে ডাইইলেক্ট্রিক বলে। যেমন- পেপার, মাইকা, বাতাস ইত্যাদি ডাইইলেক্ট্রিক হিসাবে ব্যবহৃত হয়।
Post a Comment