২৭) বাইপোলার ও ইউনিপোলার ট্রানজিস্টার এরমধ্যেপার্থক্য লিখ? Write the difference between bipolar and unipolar transistor?
উত্তর :২৮) জিনার জিনার ভোল্টেজ? What is zener voltage?
উত্তর : জিনার ডায়োডের ক্ষেত্রে যে সূক্ষ্মভাবে নির্ধারিত রিভার্স ভোল্টেজে রিভার্স কারেন্ট হঠাৎ খুব দ্রুত বৃদ্বি পায়, তাকে জিনার ভোল্টেজ বলে। পার্শের চিত্রে জিনার ডায়োডে এর ক্যারেক্টারিস্টিক ডায়াগ্রাম অংকন করা হইল। জিনারডায়োড রিভার্স বায়াসে সক্রিয় হয় এবং ইহা ব্রেক ডাউন ভোল্টেজে নষ্ট হয় না।
২৯) জিনার ডায়োড ব্যবহার করে কম্বিনেশন ক্লিপার সার্কিট অংকন কর? Draw the combination clipper circuit using zener diode?
বর্ণনাঃ যখন B প্রান্তের তুলনায় A প্রান্ত পজেটিভ তখন Zd1 রিভার্স বায়াস এবং Zd2 ফরওয়ার্ড বায়াস পাবে, আবার যখন A প্রান্তের তুলনায় B প্রান্ত পজেটিভ তখন Zd2 রিভার্স বায়ার্স এবং Zd1 ফরওয়ার্ড বায়াস পাবে। এবংইহার output wave পার্শের চিত্রে দেওয়া আছে।
কারন আমরা জানি Zenner diode সর্বদাই রিভার্স বায়ার্স এ কাজ করে। উপরে জিনার ডায়োড ব্যবহার করে কম্বনিশেন ক্লিপার সার্কিট এর চিত্র অংকন করে দেখানো হইল।
৩০) সাধারনত ডায়োড এবং জিনার ডায়োড এর মধ্যে পার্থক্য লিখ? Write the difference between normal diode and zener diode?
৩১) পটেনশিয়াল হিল বলতে কি বুঝ? বা জাংশন ভোল্টেজ কি? What is meant by potential hill? Or what is the junction voltage?
উত্তর : পটেনশিয়ালহিল : যখন কোন পি- টাইপ এবং এন- টাইপ সেমিকন্ডাক্টর সংযুক্ত করা হয়; তখন উক্ত সংযুক্ত স্থানে ব্যাটারি উৎপত্তি হয় এবং সে ইলেকট্রন প্রবাহের সৃষ্টি হয় তাই উৎপন্ন উক্ত ভোল্টেজকে পটেনশিয়াল হিল বা ,জাংশন ভোল্টেজ বলে। ফলে জাংশনের পি- স্তরে নেগেটিভ এবং এন-স্তরে পজেটিভ টার্মিনাল হয়।
৩২) রেক্টিফায়ার বলতে কি বুঝ? ইহার কাজ কি? উহা কত প্রকার ও কি কি? What do you mean by rectifier? What is its function? How many types and what are they?
উত্তর :যে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে Alernating current (A/C) কে Direct current (D/C) এ রূপান্তরিত করা হয় তাকে রেক্টিফায়ার বলে।
রেক্টিফায়ার এর কাজঃ
রেক্টিফায়ার এর কাজ হল Alernating current কে সহজে Direct current এ রূপান্তরিত করা।
প্রকারভেদঃ রেক্টিফায়ার মূলতঃদুইপ্রকার, যথা-
প্রকারভেদঃ রেক্টিফায়ার মূলতঃদুইপ্রকার, যথা-
- হাফওয়েভ রেক্টিফায়ার
- ফুলওয়েভ রেক্টিফায়ার
ফুলওয়েভ রেক্টিফায়ার কে আবার দুই ভাগে ভাগ করা যয়, যথা-
- ফুলওয়েভ সেন্টার টেপ রেক্টিফায়ার
- ফুলওয়েভ ব্রিজ রেক্টিফায়ার।
Post a Comment