জিনার ডায়োড I ফটো ইলেকট্রিক ডিভাইস I ট্রানজিস্টর I লোড লাইন এর আলোচনা

জিনার ডায়োড I ফটো ইলেকট্রিক ডিভাইস I ট্রানজিস্টর I লোড লাইন এর আলোচনা

৯)  জিনার ডায়োড বলতে কী বোঝ?এর সংকেত ও ব্যবহার লিখ ৷(What does Zener diode mean? Write its signs and uses)

উত্তরঃএকটি ভারী ডোপড সেমিকন্ডাক্টর ডায়োড যা বিপরীত দিকে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে জেনার ডায়োড নামে পরিচিত।

জেনার ডায়োড হল একটি অনন্য ডায়োড যা কারেন্টকে নিয়মিত ডায়োডের মতো এক দিকে প্রবাহিত করতে দেয় তবে এটিকে বিপরীত দিকে প্রবাহিত করার অনুমতি দেয়। জেনার ভোল্টেজ হিসাবে ভোল্টেজ একটি নির্দিষ্ট মানের উপরে থাকলে এটি বিপরীত দিকে প্রবাহের অনুমতি দেয়া।

জেনার ডায়োড অ্যাপ্লিকেশন:

1.ভোল্টেজ নিয়ন্ত্রক
2. ক্লিপিং সার্কিটে ব্যবহৃত
3. মিটার সুরক্ষার জন্য
4.ওভার ভোল্টেজ সুরক্ষা

১০)  ফটো ইলেকট্রিক ডিভাইস বলতে কি বুঝ ? ইহা কত প্রকার ও কি কি?(What is meant by photo Electric device?, how many types and what are they?)

উত্তরঃ Light এবং electronic প্রযুক্তিসমন্বিত ইলেকট্রনিক্স ডিভাইস কে ফটোইলেকট্রনিক ডিভাইস বা অটো ইলেকট্রনিক্স ডিভাইস বলে ।

ইহা প্রধানত দুই প্রকার:যথা-

1.Emmitttters: যাহা আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে ৷
2.Radiators: যাহা বৈদ্যুতিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে ৷

১১) Photo Electric devices এর নাম গুলো লিখ ৷Write the names of photoelectric devices? 

উত্তরঃ)Photo Electric devices এর নাম গুলো হল-

1.Light emitting diode(LED)
2.Light dependent Resistor(LDR)
3.Photo conductive cell
4.Gas field tube
5.Photo emissive cell.

১২) ট্রানজিস্টর কিভাবে সুইচিং হিসেবে কাজ করে ব্যাখ্যা করো ?(Explain how transistor works as switching?)

উত্তর :ট্রানজিস্টর সার্কিট এ তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান যথা- cut-off region, saturation region, Active region. যখন বেজ ভোল্টেজ শূন্য হয় বা নেগেটিভ হয় তখন ট্রানজিস্টর কাট অবস্থায় থাকে এ অবস্থায় ট্রানজিস্টর এর আউটপুট এ কোন ইম্পিডেন্স পাওয়া যায় না ফলে এটি অফ সুইচ হিসেবে কাজ করে।

আবার,যখন ইনপুট ভল্টেজ কে বৃদ্ধি করে বেশি পরিমাণে পজেটিভ করা হয় তখন কালেক্টর স্যাচুরেশন বিদ্যুৎ প্রবাহিত হয়।এ অবস্থায় ট্রানজিস্টার অন সুইচ হিসেবে কাজকরে। cut-off region, saturation region এর মধ্যবর্তী অংশকে Active region বলে।এ অংশের মধ্য দিয়ে ট্রানজিস্টর saturation থেকে cut- off এবং cut-off region থেকে saturation region এ যায় । এভাবে ট্রানজিস্টর একটি সুইচ হিসেবে কাজ করে থাকে।

ট্রানজিস্টর সার্কিট এ তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান
  • cut-off region
  • saturation region
  • Active region.

১৩) লোড লাইন বলতে কি বুঝ? কত প্রকার ও কি কি?(What do you mean by load line? How many types and what?)

উত্তর :যখন কোন ট্রানজিস্টর সার্কিটসেচুরেশন পয়েন্ট এবং কাট অফ পয়েন্টে indicate করাহয়এবং উক্ত বিন্দুগুলি একটি সরলরেখা নির্দেশ করে, সরল রেখায় Q- point অবস্থিত থাকে তাকে লোড লাইন বলে। লোড লাইন দুই প্রকার যেমন

১) ডিসি লোড লাইন
২) এসি লোড লাইন

১৪) ট্রানজিস্টর এর কি কাজ?(What is the function of transistor?)

উত্তর:

ক)ইলেকট্রিক্যাল সিগন্যালে যেমন কারেন্ট এবং ভোল্টেজ কে নিয়ন্ত্রণ এবং প্রসারিত করে।
খ) লো রেজিস্টেন্স সার্কিটের দুর্বল সিগন্যালকে উচ্চ রেজিস্টেন্স সার্কিটে স্থান্তরিত করে।
গ) ইনপুট সিগনাল এর শক্তি বৃদ্ধি করেবিভিন্ন কার্য সম্পাদন করে।
ঘ) সুইচিং করা।
ঙ) অডিও সিগন্যাল এমপ্লিফাই করে।

১৫) ট্রানজিস্টর এর ব্যবহার লিখ?(Write the use of transistor?)

উত্তর:
ট্রানজিস্টর নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়-
  • Amplifier circuit
  • oscilator circuit
  • Inverter circuit
  • switching circuit
  • logic circuit 

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads