ফিল্ড ইফেক্ট ট্রানসিস্টর (FET) I JFET I MOSFET I CMOS এদের সুবিধা, অসুবিধা এবং বৈশিষ্ট্য

 

১৬) Field effect transistor (FET) বলতে কি বুঝ? এর সংকেত গাঠনিক ডায়াগ্রাম অংকন কর? কয়েকটি ব্যাবহার লিখ?(What does field effect transistor (FET) mean? Draw the signal structure diagram of FET ? Write some uses of these?)

উত্তর:
FET-তিন প্রান্ত বিশিষ্ট যেসকল সেমিকন্ডাক্টর ডিভাইস সমূহ হোল বা ফ্রী ইলেক্ট্রন দ্বারা ইহার কারেন্ট প্রবাহ ঘটে থাকে এবং যার Current control electrical field এর মাধ্যমে ঘটে থাকে তাকে FET বলে। একে JFET বলা হয়ে থাকে। FET ভোল্টেড অপারেটেড ,ইউনিপোলার ডিভাইস যা পাওয়ার গেইন করতে সক্ষম।

FET এরসংকেত
BJT : যেট্রানজিস্টরহোল বা ইলেক্ট্রনদুইটি ক্যারিয়ার প্রবাহের ফলে কারেন্ট প্রবাহ সৃষ্টি হয় তাকে বাইপোলার জাংশন ট্রানজিস্ট বা BJT বলে। যেমন- PNPএবং NPNট্রানজিস্টর

১৭) FET কত প্রকার ও কি কি? (How many types FET and what?)

উত্তর:
FET দুই প্রকার যথা-
  1. JFET( junction field effect transistor)
  2. MOSFET( Metal oxide semi conductor field effect transistor)

১৮) FET বৈশিস্ট্যসমূহ লিখ?(Write FET characteristics?)

উত্তর: 
ক)ফেট আউট পূট কারেন্ট কে নিয়ন্ত্রণ করে এজন্য ফেটকে ভোল্টেজ কন্ট্রোল কনস্ট্যান্ট কারেন্ট অপারেটেড ডিভাইস বলা হয়।
খ) ফেটে মেজরিটি চার্জ ক্যারিয়ার জন্যআউটপুট কারেন্ট প্রবাহিত হয় এজন্য ফেটকে ইউনিপোলার ডিভাইস বলা হয়।
গ) ফেটে গেইন আউটপুট কারেন্টের পরিবর্তনীয় মান এবং ইনপুট ভোল্টেজের পরিবর্তন মানের অনুপাতের উপর নির্ভর করে।

Application- 1) The JFET is used as a constant current source.2) The JFET is used as a buffer amplifier 3) The JFET is used as an electronic switch 4) The JFET is used as a chopper

১৯) MOSFET বলতেকিবুঝ? এরগঠন ও আকৃতি দেখাও ? (What does MOSFET mean? Show its structure and shape?)

উত্তর: MOSFET; MOSFET অর্থাৎ Metal oxide semiconductor Field Effect Trransistor যার Gate এ silicon oxide এর প্রলেপের উপর metal এর পাত্র বসানো হয়। ফলে Gate Isolate অবস্থায় থাকে এবং input impedenceবেশি হয়।

হালকা ডুপিং n type substrate যুক্ত এর উপর ডিফিউশন প্রক্রিয়ায় ২ টি উচ্চ ডুপিং যুক্ত P রিজিয়ন সৃষ্টি করা হয়। যার একটি source এবং অপরটি drain হিসাবে কাজ করে। দুইটি রিজিয়ন 10-20 m.m দুরত্বে স্থাপন করা হয়। এর উপর পাতলা সিলিকন অক্সাইড এর প্রলেপ দেওয়া হয়। সিলিকন অক্সাইড এর উপর অ্যালুমিনিয়াম ধাতুর আবরন দেওয়া হয়। এইঅ্যালুমিনিয়াম layer থেকে gate terminal নেওয়া হয়।

Application of MOSFET: 
  • Used as buffer amplifier
  • it is used as inverter
  • used in digital system
  • Switching and amplifying signals
  • used MOSFET instead of bio -polar transistor.

২০) মসফেটের এর বৈশিষ্টসমুহ উল্লেখ কর?(characteristics of MOSFET)

উত্তর: 
 ক) ইনপুট ইম্পিডেন্সের মান জেফেটের তুলনায় অনেক বেশি।
খ) গেট ভোল্টেজের পোলারিটি অনুসারে এটা এনহ্যানসমেন্ট বা ডিপ্লিশন মুডে অপারেট করা হয়।
গ) একাধিক মসফেট একই চিপের মধ্যে স্থাপন করে (CMOS) তৈরীর মাধ্যমে একাধিক সুবিধা পাওয়া যায়।

২১) MOSFET বা IGFET( Insulated gate FET) এর সুবিধা সমুহ লিখ?( ADVANTAGE OF MOSFET)

উত্তর :
  • Input impedence বেশি।
  • Gate likage current খুব কম।
  • তৈ্রি করা সহজ হওয়ায় অধিক ব্যবহৃত হয়।

২২) BJT কে কেন বাইপোলার Transistor বলা হয়? FETকে unipolar transistor বলা হয় কেন? LED ও PHOTODIODE এর চিত্র অংকন কর। 
(Why BJT is called Bipolar Transistor? Why Fit is called Unipolar Transistor? Draw a picture of the LED and photo?

উত্তর :
BJT: BJT হোল এবং ইলেকট্রন উভয়ের দ্বারা কারেন্ট কন্ডাকশন ঘটায় এজন্য BJT কে বাইপোলার ট্রানজিস্টর বলা হয়।

FET: হোল বা ফ্রি ইলেকট্রন দ্বারা ইহার কারেন্ট প্রবাহ ঘটে থাকে এবং এর কারেন্ট কন্ট্রোল ইলেকট্রিক ফিল্ড এর মাধ্যমে হয়ে থাকে, এজন্য FET কে ইউনিপোলার ডিভাইস বলা হয়।

২৩) CMOS বলতে কি বুঝ ? CMOS এর বৈশিষ্ট্য ও সুবিধা লিখ?(What is meant by CMOS? Write the benefits and features of CMOS.)

উত্তর : CMOS অর্থ complementary metal oxide semiconductor .এটি unipolar family এর অন্তর্ভুক্ত। এটি p- channel and N channel MOSFET এর সম্বনয়ে কাজ করে থাকে। যে কোন একটি লজিক কাজের জন্য একাধিক MOSFET অভ্যন্তরিন ভাবে সংযুক্ত হয়ে CMOS সার্কিট তৈরি করে।

CMOS এর সুবিধাঃ 

ক) CMOS তৈরিতে ব্যবহৃত মসফেট দুইটির যেকোন একটি যেকোন মুহূর্ত বন্ধ থাকায় এর পাওয়ার খরচ কম হয়।(supply voltage 3-18v)
খ) প্রপাগেশন ডিলে কম(15 nsec)
গ) নয়েজ মার্জিন বেশি (Vdd 40%)

CMOS এর বৈশিস্টঃ
  • Operating frequency 5MHZ
  • Fan out 1 MHZ
  • Noise immunity1.5V
  • Power dissipation কম
  • Input impedence is high

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads