১। বায়বীয় জ্বালানীর সুবিধা অসুবিধাগুলো কি কি? power plant
সুবিধাসমূহ্ঃ- একে দহনের জন্য খুবই অল্প পরিমাণের বাতাসের প্রয়োজন হয়
- পরিষ্কার পরিচছন্নতা রক্ষা করা যায়।
- এটি ভালোভাবে দাহ্য এবং তুলনামূলক খরচ কম হয়।
- বায়বীয় জ্বালানীতে ছাই এবং অন্যান্য বহির্গত পদার্থ সাধারনত থাকে না
- বায়বীয় জ্বালানী সহজে নিয়ন্ত্রণ করা যায়।
- শিকার দৈর্ঘ্য ও প্রকৃতি অতি সহজেই নিয়ন্ত্রণ করা যায়
- পাইপের মাধ্যেমে সরবরাহ করা যায় তাই পরিবহনে তেমন সমস্য হয় না।
- বায়বীয় জ্বালানি সরবরাহে করতে পাইপ লাইন স্থাপনের জন্য বেশি খরচ হয়।
- সামান্য লিকেজের কারনে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
- দীর্ঘ পাইপ লাইনের জন্য পাম্প স্থাপনের প্রয়োজন হয়।
-
গ্যাস খনির উপর এর প্রাপ্যতা নির্ভর করে।Questions of Power plant
২। কঠিন জ্বালানির সুবিধা এবং অসুবিধাসমূহ কি কি?
সুবিধাসমূহ (Advantages of Solid Fuels):- বিদেশ হতে আমদানি এমনকি বিদেশও রপ্তানি করা যায়।
- এটি পরিবহন ও ব্যবহারে দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম থাকে।
- কঠিন জ্বালানি সহজে পাওয়া যায় এবং দাম কম ।
- পরিবহনে কোন সমস্য হয় না
- যেকোন স্থানে সংরক্ষণ করা যায়। সংরক্ষনে সমস্য হয় না।
- কঠিন জ্বালানিতে অর্দ্রতা বেশি থাকার কারনে দহনক্রিয়া ভাল হয় না।
- ছাই উৎপন্ন হয় এবং অপসারনের জন্য বিভিন্ন যন্ত্রাদি ব্যবহার করতে হয়।
- এই প্রকার জ্বালানির তাপীয় মান সাধারনত কম হয়। কঠিন জ্বালানির তাপীয় মান কম।
- এই জ্বালানী ধোয়া তৈরি করে বলে পরিবেশ দুষন হয়।
-
কঠিন জ্বালানি দাহ্য করার জন্য ফার্নেসে জ্বালানি বেড দরকার হয়।
৩।পানির স্রোতধারা ব্যবহারের সুবিধা এবং অসুবিধাসমূহ কি কি?
সুবিধাসমূহঃ- এতে কোন সক্রিয় থাকার জন্য লস নেই।
- এতে পরিবেশ দূষিত হয় না।
- বাঁধ নির্মাণ বার বার করতে হয় না। একবার নির্মান করলে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় ।
- পানিশক্তি ব্যবহারে বিদ্যুৎ উৎপাদন খরচ খুবই কম।
- এটি বেসলোড এবং পিকলোড প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা যায়।
- পানি বিদ্যুৎ কেন্দ্রের ডিজাইন এবং ইন্সটলেশন সহজ।
- খরা মৌসুমে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক কমে যায় ।
- পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে প্রাথমিক ব্যয় খুব বেশি এবং বাঁধ নির্মাণসহ আনুষঙ্গিক নির্মাণ এর জন্য ৫ থেকে ১০ বৎসর সময় লাগে।
- ট্রান্সমিশন খরচ বেশি হয়।
- সম্পূর্ণ প্রাকৃতিক অবস্থার উপর পানি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা নির্ভর করে এবং পানির উচ্চতা ও প্রাপ্যতার উপর নির্ভরশীল বলে।
-
পানি বিদ্যুৎ কেন্দ্র খরস্রোতা নদীর উপর স্থাপন করা হয় বলে এটি লোড সেন্টার
থেকে দূরে হয়
৪। পারমাণবিক জ্বালানির সুবিধা এবং অসুবিধাগুলো লিখুন
পারমাণবিক জ্বালানির সুবিধাসমুহঃ(Advantages of Nuclear Fuels) :- প্রাকৃতিক পরিবেশের উপর প্ল্যান্টের দক্ষতা নির্ভর করে না।
- জ্বালানি পরিবহন খরচ কম।
- অল্প পারমাণবিক জ্বালানি ব্যবহার করে অধিক তাপ পাওয়া যায়।
- অন্যান্য জ্বালানির তুলনায় পারমাণবিক জ্বালানিতে প্ল্যান্টের উৎপাদন প্রক্রিয়া বেশি।
- কম জায়গাতে অধিক ক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট বসানো যায়।
- পারমাণবিক জ্বালানির দাম বেশি
- তেজস্ক্রিয় দূষণ হলে প্রাণিদেহের ক্ষতি করে
- এতে উৎপন্ন বর্জ্যপদার্থ তেজস্ক্রিয় বিধায় বর্জ্য অপসারণ প্রক্রিয়ায় সমস্যরি সৃষ্টি করে।
- জ্বালানির বিভাজন ক্রিয়ায় উৎপাদিত বাই-প্রডাক্টগুলো তেজষ্ক্রিয় ও বিপজ্জনক হয়।
-
কোন কারণে রিয়্যাক্টর-এ বিস্ফোরণ হলে বহু প্রাণীর মত্যু হতে পারে
৫। প্রাকৃতিক শক্তির উৎসের তারতম্য অনুযায়ী পাওয়ার প্ল্যান্টের প্রাইম মুভারকে কত ভাগে ভাগ করা যায়? types of prime mover
প্রাকৃতিক শক্তির উৎসের তারতম্য অনুযায়ী পাওয়ার প্ল্যান্টের প্রাইম মুভারকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়।1. গ্যাস টারবাইন প্রাইমমুভার (Gas Turbine)
2. পানি টারবাইন প্রাইমমুভার (Water Turbine)
3. ডিজেল ইঞ্জিন প্রাইমমুভার (Diesel Engine)
4. বাষ্প টারবাইন প্রাইমমুভার (Steam Turbine)
source of prime mover
৬। বিভিন্ন প্রকার প্রাইম মুভারের সাথে ব্যবহৃত শক্তির উৎস গুলো কি কি?
|
প্রাইম মুভার (Prime mover)
|
ব্যবহৃত শক্তির উৎস (sources of Energy
Used)
|
১ |
হাইড্রোলিক টারবাইন (Hydraulic Turbine) |
·
প্রবাহিত পানির স্রোতধারা।
(Flowing
Streams of Water)
·
সমুদ্রের জোয়ারভাটা ও
ঢেউ(Ocean Tides and Waves) |
২ |
বাস্প টারবাইন (Steam Turbine)
|
·
জ্বালানি (Fuels)
·
সৌরশক্তি (Solar Energy)
·
ভূ-গর্ভস্থ তাপ (Geothermal Energy)
·
পারমাণবিক শক্তি (Nuclear Energy)
|
৩ |
ডিজেল ইঞ্জিন (Diesel Energy) |
ডিজেল জ্বালানি (Diesel Fuels) |
৪ |
গ্যাস টারবাইন (Gas Turbine) |
তরল ও গ্যাসীয় জ্বালানি (Liquid and
Gaseous
Fuels)
|
Post a Comment